সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন স্মার্টওয়াচটির দাম পড়বে ৯ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশে হুয়াওয়ের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের বিক্রয় কেন্দ্রে স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ডিভাইসটির ওজন ৩৪ গ্রাম। এতে ৪ জিবি বিল্টইন মেমোরি দেয়া হয়েছে। সুপার কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লটুথ ৫.০। অন্যান্য ফিচারের মধ্যে আছে জিপিএস, অ্যাক্সিলোরোমিটার, জাইরো। ব্যাকআপের জন্য এতে নন-রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দেয়া হয়েছে। যা দশদিন পর্যন্ত ব্যাকআপ নিশ্চিত করে। ওয়াচটি ৫০ মিটার গভীর পানিতে সচল থাকবে। রাউন্ডেড রেক্টাঙ্গুলার ডিসপ্লের আকার ১.৬৪ ইঞ্চি। অ্যামোলেড ডিসপ্লেতে এইচডি রেজুলেশন পাওয়া যাবে। ওয়াচটিতে অসংখ্য ভিন্নধর্মী ওয়াচ ফেস ডিজাইন রয়েছে। যা হুয়াওয়ের ওয়াচ ফেস স্টোর থেকে ফ্রি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করা যাবে।
স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, দেশে সচেতন মানুষদের স্মার্ট লাইফ উপহার দিতে বাজারে এসেছে হুয়াওয়ে ওয়াচ ফিট। ডিভাইসটিতে অসাধারণ সব ফিচার যা ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে।
স্মার্ট টেকনোলজির হুয়াওয়ের প্রোডাক্ট ম্যানেজার শুভংকর গোলদার জনি বলেন, ‘হুয়াওয়ে ওয়াচ ফিট বাজেটবান্ধব সেরা স্মার্টওয়াচ। এটি ব্যবহারকারীর ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করবে।